দক্ষিণাঞ্চলে তরমুজের ভালো ফলন, নেই কাঙ্ক্ষিত দর

|

চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ তরমুজের ফলন হয়েছে দক্ষিণাঞ্চলে। কৃষক আর ব্যবসায়ীদের ধারণা ছিল লাভের মুখ দেখবেন তারা। তবে হয়েছে উল্টোটা। ভরা মৌসুমে পানির দরে তরমুজ বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা।

অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে ক্ষেতেই নষ্ট হয়েছে তরমুজ। আবার প্রচণ্ড গরমে ট্রলারেও নষ্ট হচ্ছে তরমুজ। মৌসুমের শুরুতে আড়ৎদারদের কাছে ২২ থেকে ২৫ হাজার টাকায় একশ তরমুজ বিক্রি করেন চাষিরা। এরপর সেই তরমুজ পাইকার ও খুচরা ব্যবসায়ীর হাত ‍ঘুরে ভোক্তাদের কাছে পৌঁছাতেই দাম গিয়ে দাঁড়ায় ৪০ থেকে ৪৫ হাজার টাকায়।

তবে তরমুজের চাহিদা কমে যাওয়ায় এখন দামও কমে গেছে। তাতে উঠছে না ট্রলার ভাড়া এবং বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সব কিছুর দাম বেশি হওয়ায় আবাদে কৃষককে গুণতে হয়েছে অতিরিক্ত টাকা। এছাড়া খালে পানি কম থাকায় সময়মতো বন্দরে ভীড়তে পারছে না তরমুজ বোঝাই ট্রলার। ফলে পচে যাচ্ছে শত শত তরমুজ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply