পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-জাপান সরকারি-বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতেই এই সংলাপের আয়োজন করা হয়। আলোচনায় বাংলাদেশে জাপানের বিনিয়োগকারীদের ব্যবসা সম্প্রসারণের জন্য ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা হয়। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জিটুজি ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় বৈঠকে।
একই সাথে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পক্ষ থেকে মহেশখালী অর্থনৈতিক অঞ্চলসহ বাংলাদেশে বিনিয়োগের জন্য জাপানি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয়। আলোচনায় বাংলাদেশের গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ অগ্রগতি অব্যাহত থাকবে বলে জাপানের প্রতিনিধিদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
/এমএন
Leave a reply