নির্বাচন আসলেই দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বাড়ে: নুর

|

নির্বাচন আসলেই দেশে বেড়ে যায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। র‍্যাবকে দিয়ে সরকার এই হত্যাকাণ্ড করাচ্ছে, এমন অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। তাতে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়।

নুরুল হক নুর অভিযোগ করেন, নির্বাচন আসলে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন শুরু হয়। এখন শুরু হয়েছে গণমাধ্যমের ওপর নির্যাতন-নিপীড়ন। প্রথম আলো পত্রিকাকে বিনা কারণে আওয়ামী লীগের শত্রু বানিয়ে কার্যালয়ে হামলা চালাচ্ছে সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply