ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ২০

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাগলা কুকুরে কামড়ে নারী ও পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার ফান্দাউক ইউপির ফান্দাউক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে উপজেলার ফান্দাউক গ্রামে একটি বেওয়ারিশ কুকুর আসে। পরে কুকুরটি রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে। প্রথমদিন কুকুরটি ১৩ জনকে কামড়ে দৌড়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরটি আরও ৭ জনকে কামড়ায়। আক্রান্তদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এই ব্যাপারে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায় জানান, ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আমাদের হাসপাতালে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই, তবে ইমিউনোগ্লোবুলিন ডোজ রয়েছে। ৩ জন এ ডোজ নিয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply