সাবেক আইনজীবীর বিরুদ্ধে ট্রাম্পের ৫০ কোটি ডলারের মানহানি মামলা

|

ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেছেন। বুধবার (১২ এপ্রিল) ফ্লোরিডার নির্বাহী আদালতে তিনি এ মামলা করেন। খবর বিবিসির।

মামলায় কোহেনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা, মিথ্যা তথ্য ছড়ানো, চুক্তি ভঙ্গ করা, প্রকাশ্যে ট্রাম্পকে নিয়ে বিভিন্ন বিবৃতি দেয়া, বই প্রকাশ ও সংবাদমাধ্যমে কথা বলার অভিযোগ আনা হয়েছে।

মাইকেল কোহেন এক দশকেরও বেশি সময় ধরে ট্রাম্পের অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এবং তাকে ট্রাম্পের কৌসুলি হিসাবে পরিচয় করানো হতো।

২০১৬ সালের নির্বাচনের ট্রাম্প-কোহেনের সম্পর্কের অবনতি ঘটে। ২০১৮ সালে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে কোহেনকে তিন বছরের জেল ও জরিমানা করা হয়েছিল। তিনি বর্তমানে কারাগারের বাইরে এবং ট্রাম্পের একজন কড়া সমালোচক হয়ে উঠেছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply