পেনশন প্রস্তাব: পার্লামেন্টে দ্বিতীয় দফায় তোলা হবে আজ, ঠেকাতে রাস্তায় লাখো ফরাসি

|

ফ্রান্সের পার্লামেন্টে আজ শুক্রবার (১৪ এপ্রিল) দ্বিতীয় দফায় ‘বিতর্কিত পেনশন সংস্কার প্রস্তাব’ তোলা হবে। সেটি বন্ধে বৃহস্পতিবারও রাস্তায় নামেন লাখ-লাখ ফরাসি। খবর রয়টার্সের।

পুলিশের সাথে হয় দফায়-দফায় সংঘাত; আটক হন অনেকে। প্যারিসে বিলাসবহুল পণ্যের গ্রুপ এলভিএমএইচ এর সদর দফতর ঘেরাও করেন বিক্ষোভকারীরা। সরকারের নীতি বিরোধী স্লোগানের পাশাপাশি ছোড়ে স্মোক বম্ব। বিশ্বের শীর্ষ ধনী বানার্ড আরনল এই গ্রুপের মালিক।

এছাড়া, ট্রেড কাউন্সিলে ঢোকার রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ ফরাসিরা। ডাস্টবিন ফেলে আটকে দেয় গাড়ি চলাচলের রাস্তা। এদিন, আবর্জনা সংগ্রহ বন্ধ রাখেন পরিচ্ছন্নতাকর্মীরা। রেনেঁ ও নান্তেস শহরেও হয় জোরালো বিক্ষোভ।

যাতে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থা। অবসরের বয়সসীমা বৃদ্ধির সরকারি প্রস্তাবনা ঠেকাতে ৩ মাস যাবৎ উত্তাল ফ্রান্স। ৬২ থেকে ৬৪ বছরে অবসরের বয়সসীমা উন্নীত করার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply