শান্তির বারি’র প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

|

১৪৩০ বঙ্গাব্দ বরণে প্রাণের উৎসবে মেতে উঠেছে বাঙালি। দিনের শুরুতেই রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’ বের হয়।

ভোর সোয়া ছয়টায় ছায়ানটের মূল আয়োজনে আহীর ভৈরবের সুরে-ছন্দের বন্ধনে এবার নতুন বছরের আহ্বান শুরু হয়। গোটা অনুষ্ঠান সাজানো হয় নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। নববর্ষের প্রথম প্রভাতে ছিল সত্য-সুন্দরকে পাওয়ার অভিলাষী ছায়ানটের আহ্বান; দূর করো অতীতের সব আবর্জনা, ‘ধর নির্ভয় গান’। নববর্ষকে স্বাগত জানাতে সকল ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার সব মানুষ এতে অংশ নেন।

এ বছর ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্য নিয়ে চারুকলা অনুষদ থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রা শাহবাগ মোড় হয়ে টিএসসি হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে সকাল থেকেই চারুকলা এলাকায় জড়ো হন হাজারও মানুষ। সকল ধর্ম-বর্ণ- শ্রেণি বিভেদ মিশে একাকার হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের নানা বিষয় স্থান পেয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, নববর্ষের অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দিনটি ঘিরে কোনো শঙ্কা নেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply