গাজায় ইফতারে পথে আটকে থাকা মুসলিমদের খেজুর বিতরণ করে দৃষ্টান্ত গড়লেন খ্রিস্টান যুবক

|

ফিলিস্তিনের গাজায় মুসলিমদের খেজুর বিতরণ করে নজর কেড়েছেন এক খ্রিস্টান যুবক। ইফতারের সময় পথে থাকা রোজাদারদের তিনি নিয়মিত সরবরাহ করছেন খেজুর ও পানি। গত পাঁচ বছর ধরেই রমজান মাসে নিঃস্বার্থভাবে এ কাজ করছেন গাজার বাসিন্দা ইহাব আয়াদ। তার এই উদ্যোগ মন ছুঁয়েছে মুসলিমদের। খবর রয়টার্সের।

ইহাব আয়াদ বলেন, আর কিছুক্ষণ পরই ইফতারের সময় হবে। কিন্তু আমার এই মুসলিম ভাইয়েরা বাড়ি ফিরতে পারছে না। তাই তারা যাতে বাড়িতে পৌঁছানোর আগে গাড়িতে বসেই রোজা ভাঙতে পারেন সেজন্য আমি তাদের পানি ও খেজুর সরবরাহ করি। পাঁচ বছর ধরেই আমি প্রতি রমজানে এ কাজ করছি।

ইহাবের দাবি, এই জন্মভূমির সবাই তার ভাই। ভাইদের পাশে দাঁড়াতেই তার এই উদ্যোগ। অবশ্য, এ কাজে তাকে সাহায্য করে ১৩ বছর বয়সী এক মুসলিম প্রতিবেশী।

গাজার এক মুসলিম বলেন, এটা অসাধারণ। তারা আমাদের কথা ভাবে, আমরাও তাদের কথা ভাবি। তাদের রোজা রাখতে হয় না, তারপরও তারা এই মাসে মুসলিমদের কথা ভাবছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

হামাস নিয়ন্ত্রিত গাজায় অন্তত ২৩ লাখ মানুষ বসবাস করে। তার মধ্যে মাত্র ১০০০ জন খ্রিস্টান। এর মধ্যে আবার বেশিরভাগই গ্রিক অর্থোডক্স।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply