ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মাঠে নামবে উড়তে থাকা ম্যানচেস্টার সিটি। আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে লেস্টার সিটির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
নিজেদের ঘরের মাঠ ইত্তিহাদে লেস্টার সিটিকে আতিথ্য জানাবে ম্যানচেস্টার সিটি। সবশেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে এক পা দিয়ে রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগের মতো ইংলিশ প্রিমিয়ার লিগেও উড়ছে সিটিজেনদের জয়ের ঝাণ্ডা। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়ে জয়যাত্রা অব্যাহত রয়েছে ম্যানচেস্টার সিটির।
একঝাঁক মেধাবী তরুণের জাদুকরী পারফরমেন্সে হাওয়ায় ভাসছে সিটিজেনরা। শেষ ৫ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৪টি গোল করেছে গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে, প্রতিপক্ষ ধুঁকতে থাকা লেস্টার সিটি। চলতি মৌসুমে লেস্টারকে এক রকম চেনাই যাচ্ছে না। রেলিগেশন জোনে আছে দলটি। তবে সেসব নিয়ে ভাবার সময় নেই গার্দিওলার! তার তো চাই বড় জয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানো। ৩০ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট গানারদের। এক ম্যাচ কম খেলা সিটিজেনদের সংগ্রহ ৬৭ পয়েন্ট।
লিগে টানা পঞ্চম জয় তুলে আর্সেনালের ওপর চাপ অব্যাহত রেখেছে সিটিজেনরা। লেস্টার ম্যাচের আগে ইনজুরির কারণে ফিল ফোডেনের সার্ভিস পাচ্ছে না ম্যানসিটি। তবে দলের বাকি ফুটবলাররা আছেন ফিট। লেস্টারের সাথে সবশেষ ৫ ম্যাচ চার জয় পেয়েছে সিটিজেনরা। এই ম্যাচেও সিটির মূল ভরসা গোলমেশিন খ্যাত আর্লিং হাল্যান্ড। নিজেদের মাঠে সবশেষ ২৪টি ম্যাচে ৮৩ গোল করেছে গার্দিওলার শীষ্যরা।
/আরআইএম
Leave a reply