চট্টগ্রাম ব্যুরো:
ঈদের পর সরকার পতনের আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হবে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় যুবদল আয়োজিত ইফতার মাহফিল ও প্রতিনিধি সভায় তিনি এ আহবান জানান তিনি।
আমীর খসরু বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করলেও অন্যদিকে তাদের সাথে যোগাযোগ রাখছে। তবে যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সবাই বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়।
জনগণ ভোট চোরদের তালিকা করছে জানি আমীর খসরু আরও বলেন, সময় হলে জনগণই তার সমুচিত জবাব দিবে। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতিতে রাজপথে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
ইউএইচ/
Leave a reply