নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল রেজাউল করিম।
শনিবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টায় নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ইউনিটগুলো সারারাত কাজ করবে। দোতলা এবং ৩ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কেটটিতে ফায়ার সেফটি সিস্টেম খুবই দুর্বল ছিল। আর আগুনের আশঙ্কা করছি না। দোকান বন্ধ থাকার কারণে সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রতিটি দোকান খুলে চেক করা হচ্ছে। ২৫০/৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৪ জন ধোঁয়ায় আহত হয়েছেন।
তিনি আরও বলেন, পর্যাপ্ত ফায়ার সেফটি নিশ্চিত করে মার্কেট চালু করতে হবে। সেটি সময় সাপেক্ষ। নিউ মার্কেটে ফায়ার সেফটি খুবই দুর্বল ছিল। ফায়ার সেফটি নেই বললে চলে। যা ছিল তা দিয়ে এই আগুন নেভানো সম্ভব ছিল না বলেও জানান তিনি।
ইউএইচ/
Leave a reply