আজও দেশের সবোর্চ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

গড় তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে চুয়াডাঙ্গায়। রোববার (১৬ এপ্রিল) কিছুটা কমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। যা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আকাশ কিছুটা মেঘলা হওয়ার কারণে গতকালের তুলনায় আজকের তাপমাত্রা কিছুটা কম।

এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছে না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভ্যান-রিকশা চালক ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রুগির সংখ্যা। একটু প্রশান্তির জন্য খেটে খাওয়া মানুষ আশ্রয় নিচ্ছে গাছের নিচে।

এর আগে গত ২ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। তবে এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম রয়েছে। আজ বাতাসের আর্দ্রতার পরিমাণ ১৫ শতাংশ। সামনের দিনগুলোতে জলীয় বাস্পের পরিমাণ বড়লে অতি তিব্র গরম অনুভূত হবে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য শহরে মাইকিং করেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, টানা ১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১৪%। যা এই মৌসুমের সর্বোচ্চ তামপাত্রার রেকর্ড। আকাশ মেঘলা থাকার কারণে গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কম। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply