ফারদিন হত্যা: সিআইডকে অধিকতর তদন্তের নির্দেশ

|

নিহত বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ। ফাইল ছবি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্তের জন্য সিআইডকে নির্দেশ দিয়েছেন আদালত। সিআইডিকে আগামী ২৪ মে’র মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুশরাকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে ডিবির প্রতিবেদনের বিরুদ্ধে ফারদিনের বাবা অনাস্থা আবেদন করলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক রোববার (১৬ এপ্রিল) এ আদেশ দেন।

অনাস্থা আবেদনের বিষয়ে ফারদিন হত্যা মামলার বাদী নূর উদ্দিন রানা বলেন, তদন্ত কর্মকর্তা মামলাটি সঠিকভাবে তদন্ত করেননি। অনাস্থা আবেদনে তিনি তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং তার ছেলের হত্যার আরও তদন্তের দাবি জানান।

প্রসঙ্গত, ২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় নিহত ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply