এক টুর্নামেন্টেই বলের জন্য বাফুফের বাজেট ছিল ২১ লাখ টাকা!

|

১৪ ম্যাচের টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টে ২৫০ বলের জন্য বাজেট বরাদ্ধ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে ম্যাচপ্রতি বলের সংখ্যা দাঁড়ায় প্রায় ১৮টি। আর প্রতিটি বলের জন্য বাজেট দেয়া হয়েছিল সাড়ে ৮ হাজার টাকা। তাতে টুর্নামেন্টে কেবল বলের জন্যই খরচ হতো ২১ লাখ ২৫ হাজার টাকা।

বাতিল হওয়া সুপার কাপের জন্য বাফুফে এই বাজেট করে। যদিও ঘরোয়া টুর্নামেন্টে বল সংকটের প্রায়ই অভিযোগ থাকে । এমনও শোনা গেছে, ম্যাচপ্রতি ২-৩টি বল দিয়েও খেলানো হয়।

দশ বছর পর এই বছরের এপ্রিলেই মাঠে গড়ানোর কথা ছিল কোটি টাকার সুপার কাপ টুর্নামেন্টের। শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। কিন্তু সেই টুর্নামেন্টকে ঘিরে বাফুফে বিশাল বাজেট করেছিল বলে জানা গেছে। প্রায় ৩ কোটি ৫ লাখ টাকার সেই বাজেটের মাঝে ২১ লাখ ২৫ হাজার টাকা রাখা হয় বলের জন্য।

এদিক, গত মৌসুমের পর চলতি মৌসুমের শুরুতেও বলের সঙ্কট প্রকট ছিল। প্রিমিয়ার লিগের অনেক ম্যাচে পর্যাপ্ত বল ছিল না। অনেক ম্যাচে ২-৩টি বল দিয়েও খেলা চালানো হয়েছে। এ অবস্থায় ম্যাচপ্রতি ১৮টি বল এর আগে বাফুফের কোনো টুর্নামেন্টে ছিল কি না, এখন সে প্রশ্ন উঠেছে ফুটবল পাড়ায়।

/এএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply