নওগাঁর আলতাদীঘি শালবনে আগুন

|

স্টাফ করেসপনডেন্ট, নওগাঁ:

নওগাঁর আলতাদীঘি শালবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শালবনের দাদনপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বনবিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, জাতীয় উদ্যানে আমাদের এক বনবিট ডিউটি অফিসার আগুন দেখতে পেয়ে বিষয়টি জানালে আমি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনের কারণে প্রায় ৩ শতক এলাকা জুড়ে গাছগাছালি পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। পথচারীদের ছুঁড়ে ফেলা বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply