বিদ্যানন্দের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিলেন কিশোর কুমার

|

ফেসবুক লাইভে কিশোর কুমার।

সম্প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন নিয়ে ওঠা বিভিন্ন বিতর্কের জবাব দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান কিশোর কুমার দাস।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুক লাইভে আলোচিত ‘মজিদ চাচা’ ইস্যুতে বিস্তারিত কথা বলেন কিশোর।

মজিদ চাচার নামটিকে ‘প্রতীকী’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেন কিশোর। বলেন, কোনো নামের ব্যক্তি যাতে হেয় না হন, সে জন্যই এটি করা হয়েছে।

জমি নিয়ে ওঠা বিতর্কের জবাবে কিশোর বলেন, বিদ্যানন্দের বেশিরভাগ জমিই লিজ নেয়া। যাকাতের টাকা নেয়া ইস্যুতে বলেন, অনেকেই যাকাতের টাকা বিদ্যানন্দে দিতে চান। তা না নিলে তখন অন্য বিতর্ক উঠতো। ইসলামিক স্কলারদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান তিনি। এ সময়, প্রয়োজনে বিদ্যানন্দের পদ ছাড়তে রাজি আছেন বলেও জানান কিশোর কুমার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply