বরিশাল ব্যুরো
শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বরিশাল নগরীতে সড়কে জেব্রা ক্রসিং ও রোড সাইন স্থাপনের কাজ শুরু হয়েছে।
সম্পূর্ন ব্যক্তিগত অর্থায়নে জেব্রা ক্রসিং ও রোড সাইন স্থাপন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
রোববার দুপুর সাড়ে ১২টায় নগরীর জিলা স্কুলের সামনে জ্রেবা ক্রসিং ও রোড সাইন স্থাপন কাজের উদ্বোধন করেন নবনির্বাচিত মেয়র নিজেই।
এসময় বরিশাল মহনগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার খায়রুল ইসলাম, সহকারি কমিশনার ফায়জুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি ‘নিরাপদ সড়ক’ সবার দাবি। তাই শিক্ষার্থীদের নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রাথমিক উদ্যোগ হিসেবে নগরীর সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং ও রোড সাইন স্থাপন করা হচ্ছে।
এছাড়া মেয়রের চেয়ারে বসার পর মহাসড়ক ও ব্যস্ততম সড়কের পাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে ওভার ব্রীজ ও সম্ভব হলে আন্ডারপাস নির্মাণ করা হবে বলে জানান সাদিক আব্দুল্লাহ।
Leave a reply