ঢাকার তাপমাত্রা কমতে শুরু করেছে

|

কমতে শুরু করেছে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার তাপমাত্রা। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালের দিকে তুলনামূলক কম তাপমাত্রা অনুভূত হয়। দুপুরে তাপমাত্রা রেকর্ড হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা বিকেল নাগাদ সর্বোচ্চ আরও দুই ডিগ্রি বেড়ে রাতের মধ্যে নেমে আসবে ৩০-এ।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা বজ্রসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।

এদিকে, বাতাসে আগের মতো আদ্রতা রয়েছে বেশ। তাই উত্তাপ কমলেও ঘামে অতিষ্ঠ হওয়ার আশঙ্কা থাকছেই।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply