চট্টগ্রামের রাজাখালী এলাকার জনতা নামে একটি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধসে পড়েছে ভবনটির নিচতলার দেয়াল।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে নিচ তলার একটি কক্ষে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে ভবনটির নিচতলার দেয়াল ধসে পড়ে। মূলত এর পরপরই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে। বিস্ফোরণে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। পরে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হালিম জানান, গাফিলতির কারণে এমন ভয়ানক বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া ভবনের ভেতরে থাকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে ভবনটির নিচে থাকা স্থানীয় ৪ জন ব্যক্তি আহত হয়েছেন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সেখানে চিকিৎসাধীন আছেন।
ইউএইচ/
Leave a reply