ঈদুল ফিতর উপলক্ষ্যে কাতারে ১১ দিনের ছুটি ঘোষণা

|

ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষ্যে ১১ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। মঙ্গলবার (১৮ এপ্রিল) দেশটির সরকার প্রধানের কার্যালয় আমির-ই-দিওয়ান থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। খবর গালফ নিউজের।

নোটিশে বলা হয়েছে, ১৯ এপ্রিল বুধবার থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি ভোগ করবেন কাতারের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। তারপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ৩০ এপ্রিল কাজে যোগ দেবেন।

কাতার সরকারের যাবতীয় মন্ত্রণালয়, প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ওপর এ ছুটি কার্যকর হবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মচারী ও বাণিজ্যিক ব্যাংকগুলোর ছুটি নির্ধারণ করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ-উল-ফিতর। পবিত্র রমজান মাসের এক মাস রোজা শেষে শাওয়াল মাসের এক তারিখ পালিত হয় এ উৎসব। মুসলিম দেশগুলোর পাশাপাশি এবং অনেক অমুসলিম দেশেও এ দিনটি সরকারি ছুটি হিসেবে স্বীকৃত।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply