আইন ভঙ্গের অভিযোগে অক্সফামের ভারতীয় কার্যালয়ে তল্লাশি

|

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের ভারতীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বুধবার (১৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে সিবিআই কর্তৃপক্ষ। বিদেশি অর্থায়ন সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। এরই জেরে এই তল্লাশি। খবর হিন্দুস্তান টাইমসের।

অক্সফাম ইন্ডিয়া ও ভারতে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা দায়ের করেছে সিবিআই। সংস্থাটির অভিযোগ, ভারতের বিদেশি অনুদান আইন উপেক্ষা করে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেনে জড়িত অক্সফাম।

সিবিআই বলছে, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে অক্সফাম দেড় কোটি রুপি বিদেশি অনুদান সরাসরি গ্রহণ করেছে। এছাড়া আরেকটি বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি রিসার্চের অ্যাকাউন্টে পাঠিয়েছে প্রায় ১৩ লাখ রুপি। তবে সব অভিযোগ অস্বীকার করেছে অক্সফাম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply