সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

|

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ শুক্রবার (২১ এপ্রিল) উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা।

ভৌগোলিক কারণে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সৌদি আরবে স্থানীয় সময় সকাল ৬টার দিকে মসজিদে নববী এবং মসজিদুল হারামে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রথম জামাত।

মধ্যপ্রাচ্যের পাশাপাশি ঈদ উদযাপিত হচ্ছে ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতেও। মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ পূর্ব এশিয়ার দেশগুলো শনিবার ঈদ পালনের ঘোষণা দিয়েছে। সবার মঙ্গল কামনায় ঈদের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব নেতারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply