রাজধানীর সকল ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে জাতীয় ঈদগাহে জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তারা এ কথা জানান।
এদিকে, দেশে পবিত্র ঈদ-উল-ফিতর কবে পালিত হবে, তা নির্ধারণে সন্ধ্যায় বৈঠক বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে আগামীকাল শনিবার (২২ এপ্রিল) ঈদ হবে ধরে নিয়েই ঈদ জামাতের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রতিবারের মতো এবারও বড় জামাত হবে দিনাজপুরে গোর-এ শহীদ ময়দান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায়। আর ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টি হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে হবে এই জামাত।
আবহাওয়াবিদরা বলছেন, ঈদের দিন দুপুর থেকে ঝড়বৃষ্টি হতে পারে। ঢাকাসহ উত্তরপূর্ব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি।
/এমএন
Leave a reply