শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন ব্রিটিশ ডেপুটি প্রধানমন্ত্রী ডমিনিক রাব। শুক্রবার (২১ এপ্রিল) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনকের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। খবর ।
সম্প্রতি অভিযোগ উঠে, ডমিনিক রাব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসদাচরণ করেন। তার আচরণের কারণে অনেকেই হেনস্থার অভিযোগ আনেন। এই ইস্যুতে সরকারি কর্মকর্তাদের সংগঠন এফডিএ লিখিত অভিযোগ করে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর দফতর থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি। এদিকে অভিযোগের ঘটনায় ক্ষোভ জানিয়ে টুইটও করেন ডমিনিক রাব।
/এমএন
Leave a reply