বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থাকলেও দেশ ভালো আছে: প্রধানমন্ত্রী

|

স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় এলে দেশকে তছনছ করে দেবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে, তা সম্পন্ন করতে আসছে নির্বাচনেও সজাগ থাকতে হবে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থাকলেও দেশ ভালো আছে।

শনিবার (২২ এপ্রিল) সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অগ্নিসন্ত্রাসীদের কাজ কি না, এমন সন্দেহ প্রকাশ করেন সরকার প্রধান।

৩ বছর পরে গণভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে এ সময় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে হাত নেড়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দেশের সকলকে ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুর কারণে ঈদযাত্রা সহজ হয়েছে এবং গ্রামীণ অর্থনীতিতে গতি বেড়েছে। বঙ্গবাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন বিপনীবিতানে অগ্নিকাণ্ডের বিষয়ে দুঃখও প্রকাশ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply