মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইলো কিয়েভ

|

ছবি: সংগৃহীত

মস্কোকে মোকাবেলায় আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার কিয়েভের। জার্মানির রামস্টাইনে সম্মেলনে শুক্রবার (২১ এপ্রিল) আবারও সামরিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের খবর।

ইউক্রেন প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেন, সর্বোচ্চ গুরুত্ব এখনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই। ফাইটার জেটের প্রয়োজনীয়তার কথা মিত্রদের অনেকবারই বলেছি। রাশিয়াকে মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি আর সক্ষমতা আছে আমাদের। তাদের পরাজিত করে নতুন অধ্যায় শুরু করবো। ন্যাটোসহ নিরাপত্তা জোটে অন্তর্ভুক্ত করবো নিজেদের।

ন্যাটো সদস্য ও মিত্রদের সম্মেলনে বড় কোনো ঘোষণা না এলেও, কিয়েভের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় মিত্ররা।

আরও পড়ুন: রুশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ফিনল্যান্ড

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply