সহনশীল রাজনীতি চর্চায় সরকারকেই এগিয়ে আসতে হবে: জি এম কাদের

|

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সহনশীল রাজনীতির চর্চার জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (২২ এপ্রিল) সকালে বনানীতে পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে পার্টির চেয়ারম্যান বলেন, রাজনীতিতে সুষ্ঠু প্রতিযোগিতা হতে পারে। তবে তা কাউকে আঘাত দিয়ে নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের অনেকেই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারছে না বলে জানান জিএম কাদের। সামর্থ্যবান সবাইকে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ঈদে দেশবাসিকে শুভেচ্ছা জানান জাপা চেয়ারম্যান। এ সময় তিনি মুসলিম বিশ্বের শান্তি ও ঐক্য কামনা করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, প্রতিযোগিতার কারণে আমরা একজন আরেকজনের শত্রুতে পরিণত হতে পারি না। আমরা প্রতিপক্ষ হতে পারি। নিজেরাই নিজেদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করবো। এবং যতটুকু সম্ভব শান্তিপূর্ণ পরিবেশে যেন ক্ষমতার রদবদল করা হয়। সে জন্য সকলের সহযোগিতা আমি কামনা করছি। বিশেষ করে, সরকারি দলের সহযোগিতা আমি বেশি করে কামনা করছি।

আরও পড়ুন: বেদনাদায়ক ঈদ উদযাপন করছে দেশের মানুষ: ফখরুল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply