স্প্যানিশ লা লিগার হাইভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রাতে মাঠে নামছে বার্সেলোনা। সবশেষ ম্যাচে হেতাফের বিপক্ষে হোঁচট খেয়ে খানিকটা ব্যাকফুটে রয়েছে বার্সা শিবির। লা লিগায় দুই দলের পয়েন্টের ব্যবধান ১৩ হলেও অ্যাটলেটিকো বরাবরই কঠিন দল। তবে এই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলেই শিরোপার আরও কাছে চলে যাবে কাতালুনিয়ার ক্লাবটি।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (২৩ এপ্রিল) রাত সোয়া আটটায়।
২০১৯ সালে শেষ বার লিগ শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা। এরপর বারবার হতাশার মুখ দেখতে হয়েছে কাতালান ক্লাবটিকে। তবে এবার সুবর্ণ সুযোগ রয়েছে কাতালুনিয়ান জায়ান্টদের। তবে চোটের সমস্যায় জর্জরিত বার্সা শিবির। দলের মিডফিল্ডের প্রাণভোমড়া পেদ্রি এখনো চোট কাটিয়ে ওঠেনি। এছাড়াও, অনিশ্চিত উসমান ডেম্বেলের খেলাও। নতুন করে চোটে পড়েছেন এন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। তবে রবার্ট লেভানদোভস্কি, গাভি, রাফিনহা এই ত্রয়ী আলো ছড়াতে প্রস্তুত। এছাড়াও ফ্রেঙ্কি ডি ইয়াং চোট থেকে সেড়ে উঠেছেন।
অন্যদিকে, দিয়েগো সিমিওনের কোচিংয়ে অ্যাটলেটিকো তাদের দৃঢ়তা এবং ফলাফল গুঁড়িয়ে দেয়ার ক্ষমতার জন্য বেশ পরিচিত। সবশেষ ১২ ম্যাচে দশ জয়ে লিগ টেবিলে তিন নম্বরে থাকা অ্যাটলেটিকো মুখিয়ে রয়েছে বার্সাকে হারিয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে নেয়ার।
অ্যাটলেটিকোর বিপক্ষে নামার আগে ফেভারিটের তকমাটা রয়েছে বার্সার গায়ে। কেননা দু’দলের সবশেষ ২ দেখায় দুটো’তেই জয় পেয়েছে বার্সেলোনা। তাইতো বাড়তি আত্মবিশ্বাস জোগাবে জাভি হার্নান্দেজের শিষ্যদের। ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৩য় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
/আরআইএম
Leave a reply