আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিলের যুবারা

|

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ব্রাজিলের যুবারা। এ নিয়ে টুর্নামেন্টে ১৩তম বারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের যুবারা।

ম্যাচের শুরুতেই রিকুয়েলমে এবং দুদুর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। তবে এরপর দারুণ প্রত্যাবর্তনে ম্যাচে সমতায় ফেরে আর্জেন্টিনা। এচভেরি আর গিমেনেজ গোল করে রোমাঞ্চকরভাবে আলবেসিলেস্তেদের সমতায় ফেরান। তবে শেষ রক্ষা হয়নি তাদের। ম্যাচের ৬০ মিনিটে দা মাতা ব্রাজিলের হয়ে শিরোপা নির্ধারণী গোলটি করেন।

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে হারিয়েই অবশ্য শিরোপা উদযাপন করতে পারেনি সেলেকাওরা। তাকিয়ে থাকতে হয়েছে গ্রুপের আরেক ম্যাচের দিকে। কেননা ফাইনাল রাউন্ড শেষে টেবিলের শীর্ষে থাকলেও ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ইকুয়েডর। নিজেদের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জিততে পারলেই শিরোপা উঠতো ইকুয়েডরের হাতে। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় শিরোপা উল্লাসে মাতে ব্রাজিল।

গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতেছে ব্রাজিলের যুবারা। শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৩-তে। সবমিলিয়ে তারা শীর্ষে থেকে ট্রফি হাতে নিয়েছে। ১১ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দ্বিতীয় আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে আর্জেন্টিনা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply