সুদানে সরকারি বাহিনী এবং বিদ্রোহী আরএসএফ’র মধ্যে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৪২০ এ দাঁড়িয়েছে। আহত হয়েছে সাড়ে ৩ হাজার। খবর সিজিটিএন’র।
খার্তুম যেন পরিণত হয়েছে মৃত্যু আর আতঙ্কের নগরীতে। একদিকে চলছে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর হামলা, অন্যদিকে শহরটিজুড়ে চলছে লুটপাট, অগ্নিসংযোগ।
এরইমধ্যেই চলছে খার্তুমে আটকে পড়া বিদেশিদের উদ্ধারে অভিযান। যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের সরিয়ে নেয়ার পর, অভিযান চালাচ্ছে ইতালি, ফ্রান্সসহ ইউরোপের দেশগুলো। নিজ দেশে ফিরেছেন বেশিরভাগ দেশের কূটনীতিকরা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ইইউ জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজারের বেশি ইউরোপীয় নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে সুদান থেকে। শুধু কর্মীদের সরানোই নয়, সুদানে কূটনৈতিক কার্যক্রম স্থগিত করছে অনেক দেশ।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, সুদানে কর্মরত সব কূটনীতিকরা সুস্থ আছেন। আপাতত সেখানকার কূটনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেখানে যেসব কানাডিয়ান আছেন তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, সুদানে যে অবস্থা চলছে তাতে সেখানে কূটনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ নেই। তাই খার্তুমে ব্রিটিশ দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে দেশটির সংকটের সমাধানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা চাই সেখানে দ্রুত শান্তি ফিরে আসুক।
এদিকে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের এলাকাগুলোতে টহল জোরদার করেছে বিদ্রোহী আরএসএফ। আধা সামরিক বাহিনীর প্রধান হামদান দাগালোকে দেখা যায় টহলের নেতৃত্ব দিতে।
/এনএএস
Leave a reply