কাবুল বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী আইএস নেতাকে হত্যা করেছে তালেবান

|

তালেবানের অভিযানে নিহত হয়েছেন আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম প্রভাবশালী নেতা। ২০২১ সালে কাবুল বিমানবন্দরে বোমা হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন ওই জঙ্গি নেতা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে আফগান সরকার জানায়, সামরিক বাহিনীর অভিযানে কয়েক সপ্তাহ আগে তার মৃত্যু হয়। তবে ওই জঙ্গি নেতার পরিচয় নিশ্চিত হতে সময় লেগেছে। এখনো তার নাম প্রকাশ করেনি আফগান সরকার।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আইএসের এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাকে নিশানা করে হত্যা করেছে নাকি আইএস এবং তালেবানের লড়াইয়ের মধ্যে পড়ে এই নেতা নিহত হয়েছেন তা স্পষ্ট জানা যায়নি।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই দেশটি ছেড়ে যেতে কাবুলে বিমানবন্দরে ভিড় করেন হাজার হাজার মানুষ। সেসময় কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আইএস। যাতে প্রাণ যায় ১৭০ বেসামরিক নাগরিক এবং ১৩ মার্কিন সেনা সদস্যের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply