সম্রাট নারুহিতোর সাথে সৌজন্য সাক্ষাৎ, জাপানে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন

|

জাপান সফরের দ্বিতীয় দিনে টোকিওতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এর আগে, বুধবার (২৬ এপ্রিল) সকালে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া বিকেলে তিনি বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে। তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জাপানি প্রধানমন্ত্রীর সাথে শীর্ষ বৈঠক শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আটটি স্মারক ও চুক্তি হবে এ বৈঠকে।

আগামীকাল টোকিওতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি আয়োজিত সংবর্ধনাসহ অনেকগুলো কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ৪ দিনের সফর শেষে শুক্রবার ওয়াশিংটন ডিসির উদ্দেশে জাপান ছাড়বেন তিনি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply