সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় কৃষকের ধান ঘরে তুলে দিতে পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় সদরের আলীপুর ইউনিয়নের মাহমুদপুর মাঠে কৃষদের ধান কাটতে সহায়তা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সাতক্ষীরা ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন। নেতাকর্মীরা বলেন, ঘরে বসে কৃষকদের কষ্ট অনুভব করা যায় না। মাঠে ধান কাটতে গিয়ে সেটি অনুভব করছি। কষ্ট হলেও আমরা তাদের পাশে থাকবো।
সাতক্ষীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকদের পাশে দাঁড়াচ্ছি। আমরা সব সময় মানুষের পাশে রয়েছি। এখন ধান কাটার মৌসুম। শ্রমিক সংকটও রয়েছে। যদি কোনো কৃষক ধান কাটতে না পারেন তবে আমাদের জানালে অবশ্যই কৃষকদের পাশে দাঁড়িয়ে সহায়তা করা হবে।
ধান কাটায় অংশ নেন সাতক্ষীরা সরকারি কলেজের মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাহিম হোসেন, সিটি কলেজ ছাত্রলীগ নেতা রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত কৃষকরা ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
ইউএইচ/
Leave a reply