নরওয়ের ভূখণ্ডে সুইডেনের উৎক্ষেপণ করা রকেট, চটেছে অসলো

|

সুইডেনের উৎক্ষেপণ করা একটি গবেষণা রকেট নরওয়ের ভূখণ্ডে পড়েছে। সুইডেনের দাবি, রকেটটি হঠাৎ বিকল হওয়ায় দূর্ভাগ্যবশত এ ঘটনা ঘটেছে। তবে, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নরওয়ে। খবর রয়টার্সের।

মূলত, বিষয়টি আনুষ্ঠানিকভাবে নরওয়েকে না জানানোর জন্য সুইডেনের সমালোচনা করেছে দেশটি। সুইডেন স্পেস করপোরেশন গেলো সোমবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলের এসরেঞ্জ স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করে। এক পর্যায়ে সেটি বিকল হয়ে নরওয়ের ১৫ কিলোমিটার ভেতরে পাহাড়ি অঞ্চলে গিয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply