রাজশাহীর বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর বেশ কয়েকটি উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার পর ১০ থেকে ১৫ মিনিটের এ বৃষ্টিতে শত শত হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আম, জাম, লিচুসহ অন্যান্য মৌসুমি ফলেরও ক্ষতি হতে পারে।

জানা গেছে, শিলাবৃষ্টির সাথে দমকা হাওয়ায় গাছপালাসহ গুটি আমের ক্ষতি হয়েছে। এছাড়া ধান,পানের বরজ, ভুট্টাসহ অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া, দূর্গাপুর, তানোর, বাঘা এলাকায় ১০ থেকে ১৫ মিনিটের শিলা বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও দমকা হাওয়ার কবলে জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় কিছুটা বিঘ্ন ঘটেছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা জানান, কয়েকটি উপজেলায় ভারী শিলাবৃষ্টি হয়েছে। এমন শিলাবৃষ্টিতে ফসল ও আমের ক্ষতি হতে পারে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply