কুড়িগ্রামে দুই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

|

স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের রাজারহাট ও চিলমারী উপজেলায় দুই প্রান্তিক কৃষকের বোরো ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বিনামূল্যে দুজন কৃষকের ৪৫ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয় তারা।

রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুমন কুমার রায়ের নেতৃত্বে ১৫ জনের একটি দল উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের প্রান্তিক কৃষক আফজাল হোসেনের ৩৫ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা।

এ নিয়ে কৃষক আফজাল হোসেন বলেন, টাকার অভাবে পাকা ধান কাটা নিয়ে চিন্তায় ছিলাম। মানুষের কাছে শুনেছি ছাত্রলীগের ছেলেরা নাকি বিনা পয়সায় ধান কেটে দেয়। তাদের সাথে যোগাযোগ করলে আজ আমার ধানগুলো কেটে ঘরে তুলে দেয়। তাদের এমন সহযোগিতায় খুব খুশি হয়েছি।

ছাত্রলীগ নেতা সুমন কুমার রায় বলেন, বাংলাদেশের যে কোনো ক্রান্তি-লগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আমরা গতকাল খবর পেয়েছি এই গরীব কৃষক আফজাল হোসেন টাকার অভাবে ধান কাটতে পারছে না। তাই তার ধান কেটে ঘরে তুলে দিয়েছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের ভট্টপাড়ার কৃষক মানিক মিয়ার ১০ শতক জমির পাকা ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। চিলমারী উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জহুরুল হকের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে ১৫ জন নেতাকর্মী অংশ নেয়।

কৃষক মানিক বলেন, ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এমন সময় ছাত্রলীগের ছেলেরা ধানগুলো বিনামূল্যে কেটে দিয়েছে। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ছাত্রলীগ নেতা জহরুল হক বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে সময়মত পাকা ধান কাটতে সমস্যায় পড়েছেন কৃষকরা। তাই প্রান্তিক এসব কৃষকের ধান কেটে তাদের ঘরে তুলে দেয়ার চেষ্টা করেছি। চাহিদা অনুযায়ী কৃষকদের সকল সহযোগিতা করা হচ্ছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply