সরকার পতনের একদফা দাবিতে ফের সরব বিএনপি, কী ভাবছে আওয়ামী লীগ?

|

বিএনপির এক দফা আন্দোলনের হুমকিকে তোয়াক্কাই করছে না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নেতাদের দাবি, কর্মীদের সাথে স্ট্যান্টবাজী করতেই বিএনপির নেতারা আন্দোলনের ঘোষণা দিচ্ছেন। বিএনপির সাথে পাল্টাপাল্টি নয় বরং জনগণের জানমাল রক্ষায় নির্বাচন পর্যন্ত দেশব্যাপী আওয়ামী লীগ শান্তি সমাবেশ অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

গত ১৪ বছর ধরে ঈদ পরবর্তী সময়ে আন্দোলনের ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে। চলতি বছরও দেয়া হয়ছে এমন হুমকি। তবে বিরোধী জোটের এমন ঘোষণাকে আমলে নিচ্ছে না আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আন্দোলনের তারিখ নিয়ে এমনিতেই বিএনপি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে। কখনও বলছে ঈদের আগে, কখনও বলছে ঈদের পরে। সুতরাং তাদের এই হুমকিকে আমলে নেয়ার কোনো কারণ বা আশঙ্কা আওয়ামী লীগের নেই।

সরকার পতনের সক্ষমতা না থাকলেও ফের আগুন সন্ত্রাসের পথ বেছে নিতে পারে বিএনপি, এমন শঙ্কায় ঈদ পরবর্তী সময়ে দেশব্যাপী নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচালের পরিকল্পনা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। বিএনপির আগুন সন্ত্রাসের পরিকল্পনা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে।

শান্তি সমাবেশ অথবা সাংগঠনিক কর্মসূচি যাই হোক না কেনো নির্বাচন পর্যন্ত জনগণের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরা হবে, এমনই পরিকল্পনা আওয়ামী লীগের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply