ভারতের অন্ধ্র প্রদেশে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ৯ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এরমধ্যে আরও ২ শিক্ষার্থী আত্মহত্যা চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। খবর ইন্ডিয়া টুডের।
খবরে বলা হয়েছে, পরীক্ষার ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে ঘটেছে আত্মহননের এসব ঘটনা।
একাদশ শ্রেণিতে ৬১ শতাংশ এবং দ্বাদশ শ্রেণিতে ৭২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়। ২৬ এপ্রিল ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টা পর অন্ধ্র প্রদেশের শ্রিকাকুলাম জেলায় তরুণ (১৭) নামের এক শিক্ষার্থী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষার প্রায় সবগুলো বিষয়ে সে অকৃতকার্য হয়েছিল বলে জানা গেছে।
রাজ্যের বিশাখাপত্তম জেলায় ১৬ বছরের এক কিশোরীও একই কারণে নিজ বাসভবনে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সেও একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। একই জেলার কাঞ্চারাপালেম এলাকায় দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হয়ে নিজ বাড়িতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ১৮ বছর বয়সী আরেক কিশোর।
বাকি ৬ আত্মহননকারীর মধ্যে একজন বাসভবনের ছাদ থেকে লাফিয়ে, একজন পানিতে ঝাঁপ দিয়ে, একজন বিষপান এবং ৩ জন ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ভারতে সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা প্রবণতা বাড়ছে। চলতি বছর ভারতের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির (আইআইটি) বিভিন্ন ক্যাম্পাসে পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছেন ৪ জন শিক্ষার্থী।
এএআর/
Leave a reply