রাজশাহী ব্যুরো:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসাথে বদলি করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) রাজশাহী পুলিশ কমিশনার আনিসুর রহমান এক অফিস আদেশে আরএমপির ১২টি থানার মধ্যে ৭টি থানায় এই রদবদল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।
তিনি জানান, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে আরএমপির এই ৭ থানায় রদবদল করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বদলির আদেশে আরএমপির রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমানকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া চন্দ্রিমা থানার ওসি এসএম মাসুদ পারভেজকে বেলপুকুর থানায়, পবা থানার ওসি রফিকুল ইসলামকে চন্দ্রিমা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি মশিউর রহমানকে দামকুড়া থানায়, বেলপুকুর থানার ওসি রুহুল আমিনকে মতিহার থানায়, দামকুড়া থানার ওসি মনিরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায়, শাহ মখদুম থানার ওসি মোবারক পারভেজকে পবা থানায় এবং মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে।
এর আগে, ২০২১ সালের ২০ ডিসেম্বর আরএমপির ১২টি থানা এবং এর আওতাধীন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পর্যায়ে বদলি করা হয়েছিল।
/ইউএইচ/এমএন
Leave a reply