‘প্রজনন স্বাস্থ্য জনিত নানা জটিলতায় প্রতিবছর বিশ্বে প্রায় ২ লাখ মানুষ মারা যাচ্ছে’

|

প্রজনন স্বাস্থ্য জনিত নানা জটিলতায় প্রতিবছর বিশ্বে প্রায় ২ লাখ মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে সে সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার। এমন তথ্য উঠে এসেছে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে অ্যাডসার্চ আইসিডিডিআর,বি পরিচালিত গবেষণায়।

মঙ্গলবার (২ মে) দুপুরে আইসিডিডিআর,বি মহাখালী ক্যাম্পাসের সাসাকাওয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী গবেষণা ও উদ্ভাবন উৎসব শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির গবেষণায় আরও উঠে আসে, নারীদের জরায়ু ক্যান্সারের বিষয়টিও। সেখানে দেখা যায়, বিশ্বব্যাপী জরায়ু ক্যান্সারে ২ লক্ষ ৮০ হাজার নারী মারা যায়। যা বাংলাদেশে পৌনে ৪ হাজার। প্রজনন স্বাস্থ্য সংক্রমণ ও সুরক্ষার বিভিন্ন দিক উঠে আসে গবেষণায়।

অ্যাডসার্চ আইসিডিডিআর,বি যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে গবেষণা ও উদ্ভাবনী আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ৩ মে’র সম্মেলনে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply