মেসেঞ্জারের শেয়ারড মিডিয়া ফাইল গায়েব

|

মেটার মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারের শেয়ারড মিডিয়ায় থাকা ফাইল আর খুঁজে পাচ্ছে না ব্যবহারকারীরা। ফেসবুকে অনেক ব্যবহারকারী বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেসেঞ্জারের ফাইল গায়েব হওয়ার এই সমস্যার কথা তুলে ধরেছেন।

ফিলিপাইনভিত্তিক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নয়পিগিকের প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইনের অনেক ব্যবহারকারী বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেসেঞ্জারের ফাইলগুলো গায়েব হওয়ার কথা জানান। দাবিগুলো যাচাই করতে যমুনা নিউজের পক্ষ থেকে ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটগুলো পরীক্ষা করে শেয়ারড মিডিয়া সেকশনেও ফাইলগুলো খুঁজে পাওয়া যায়নি।

‘শেয়ারড মিডিয়া’তে না দেখা গেলেও মেসেঞ্জারের চ্যাটের ভেতরে স্ক্রল করে ছবি, ভিডিও বা অন্যান্য ফাইল দেখা যাচ্ছে। তবে এতে করে বেশ পুরোনো ফাইল খুঁজতে গেলে বেগ পেতে হবে ব্যবহারকারীদের। ধারণা করা হচ্ছে, এই বিভ্রাট শিগগিরই ঠিক করবে মেটা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply