আবারও কাশ্মির ইস্যুতে পরস্পরের প্রতি তিক্ততা প্রকাশ করেছে ভারত-পাকিস্তান। সম্পর্কে শীতলতার জন্য একে অপরকে দোষারোপ করলো দুই পরমাণু শক্তিধর দেশ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ভারতের গোয়ায় সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন-এসসিও’র সম্মেলনের ২য় দিনে আলাদা আলাদা সংবাদ সম্মেলনে এ কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুব্রামানিয়াম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সন্ত্রাসবাদ শিল্পের মুখপাত্র আখ্যা দেন তিনি। অন্যদিকে বিলাওয়াল ভুট্টোর দাবি, ২০১৯ সালে কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপের মধ্য দিয়ে আলোচনার পরিবেশ নষ্ট করেছে ভারত।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেয় ইসলামাবাদ, দিল্লীর এমন অভিযোগ দীর্ঘদিনের। দায় অস্বীকার করে ইসলামাবাদের দাবি, কাশ্মিরের স্বাধীনতাকামীদের প্রতি কেবল নৈতিক সমর্থন রয়েছে তাদের।
এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সন্ত্রাসবাদের শিকার, তারা কখনওই সন্ত্রাসবাদের মদদ দাতাদের সাথে আলোচনায় বসবে না। সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা, তাদের বিদেশি মুদ্রার রিজার্ভের চেয়েও দ্রুত গতিতে কমছে।
এসজেড/
Leave a reply