গাড়িবোমা হামলায় নিহত রুশপন্থী লেখক জাখার প্রিলেপিন

|

ক্রেমলিনে ড্রোন হামলার রেশ কাটতে না কাটতেই, গাড়িবোমা হামলায় প্রাণ হারালেন ক্রেমলিনপন্থী লেখক জাখার প্রিলেপিন। রুশ জাতীয়তাবাদী লেখককে নিশানা করে গাড়িবোমা হামলার জন্য ইউক্রেন ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে পুতিন প্রশাসন। অবশ্য এ অভিযোগ অস্বীকার করছে কিয়েভ। খবর দ্য গার্ডিয়ানের।

মস্কোর দাবি, সামরিক অভিযানের ঘোর সমর্থক হওয়ায় টার্গেট করা হয়েছে তাকে। রুশ তদন্তকারীরা জানায়, শনিবার মস্কো থেকে ৪০০ কিলোমটার দূরে নিঝনি নভগোরোদ অঞ্চলে হামলা হয় তার ওপর। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। প্রাণ হারিয়েছেন তার গাড়িচালকও।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ ঘটনায় এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেফতার করেছে রুশ নিরাপত্তা বাহিনী। কিয়েভের পক্ষে কাজ করার কথা তিনি স্বীকার করেছেন বলেও দাবি মস্কোর। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।

এর আগে চলতি সপ্তাহেই ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ করে মস্কো। সে হামলার কথাও অস্বীকার করে কিয়েভ জানায়, বড় আকারে হামলার জন্য এটি পুতিনের ষড়যন্ত্র।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply