ড. ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির মামলা: পাওনা টাকা আদায়ে হাইকোর্টে আবেদন; সোমবার আদেশ

|

ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা কর ফাঁকির নোটিশ দিয়েছিল রাজস্ব বিভাগ। সেই নোটিশ স্থগিত চেয়ে রিটও করেছিলেন এই নোবেলজয়ী। এবার সেই অর্থ আদায়ে হাইকোর্টে আবেদন করেছে এনবিআর। আগামীকাল সোমবার (৭ মে) এ বিষয়ে আদেশ দেবেন সর্বোচ্চ আদালত।

একের পর এক মামলায় আইনি লড়াই করতে হচ্ছে নোবেলজয়ী ডক্টর মুহাম্মাদ ইউনূসকে। শ্রম আদালতে শ্রমিকের মামলার পর সামনে এলো এনবিআরের করা কর ফাঁকির মামলা। সরকারের পক্ষ থেকে রোববার হাইকোর্টে নতুন তথ্য জমা দেয়া হয়েছে। বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১১০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে ডক্টর ইউনূসের দুই প্রতিষ্ঠান।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের বিরুদ্ধে পিটিশন হয়েছে। আমাদের কাছে প্রসিডিওর আছে। সে অনুযায়ী নোটিশ করা হয়েছিল। আর সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে তারা মামলা করে। ফলে এই প্রক্রিয়া বন্ধ আছে, সরকারের রাজস্ব আদায় কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

মূলত এসব নোটিশ স্থগিত চেয়ে ২০১৭ সালে ২টি ও ২০২০ সালে একটি রিট করেছিলেন নোবেলজয়ী ইউনূস। বলা হচ্ছে, গ্রামীণ কল্যাণের একটিতে ৫৭৬ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার ৮২৩ এবং আরেকটিতে ৩৫৪ কোটি ৭৯ লক্ষ ৮৯ হাজার ৫৪৭ টাকা পাওনা আছে সরকারের। অপর প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের একটিতে সরকারের পাওনার পরিমাণ ২১৫ কোটি টাকা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

রোববার আদালতের কাছে এই মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন সমরেন্দ্র নাথ বিশ্বাস। এ ক্ষেত্রে কিছু আইন ভঙ্গের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরও ক’টি মামলায় কয়েকশ কোটি টাকার ফাঁকির বিষয়ে চলতি মাসের মাঝামাঝি শুনানি হবে হাইকোর্টে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply