ধীরে হলেও স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুর। বুধবারও (১০ মে) শিথিল করা হয়েছে ১১টি জেলায় কারফিউ। খবর রয়টার্সের।
রাজধানী ইম্ফালসহ সংঘাতপূর্ণ জেলাগুলোয় সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বাজার বসানোর অনুমতি দিয়েছে প্রশাসন। এই সময়ের মধ্যে স্থানীয়দের ক্রয়-বিক্রয় সারতে বলা হয়েছে।
রাজ্যবাসীর দাবি, আপাতত অসন্তোষ কমানো গেলেও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতেও লাগবে অনেক দিন।
মঙ্গলবার (৯ মে) তথ্য ও জনসংযোগ মন্ত্রী জানান, সংঘাত চলাকালে পুলিশ স্টেশন থেকে কেড়ে নেয়া ২৪৭টি অস্ত্র এবং সাড়ে ৪ হাজারের বেশি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এদিকে রাজ্য সরকারের দাবি, এক সপ্তাহের সহিংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। আহত ২৩১ বাসিন্দা; পুড়েছে ১৭ শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। এছাড়া সেনাবাহিনীর উদ্যোগে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ৩৫ হাজারের বেশি মানুষকে।
এএআর/
Leave a reply