সাইকেলে কাশ্মির থেকে কন্যাকুমারী পাড়ি দিলেন বাংলাদেশি যুবক বাবর আলী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই শেয়ার করেছেন তার এই অভিজ্ঞতার কথা।
এপ্রিলের ১২ তারিখে কাশ্মিরের শ্রীনগর থেকে সাইকেলে করে যাত্রা শুরু করেন বাবর। ঠিক ৩০তম দিনে প্রায় ৪০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের সর্ব দক্ষিণের বিন্দু কন্যাকুমারীতে পৌঁছান তিনি। এই কন্যাকুমারীতেই মিলিত হয়েছে ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগর।
যাত্রাপথে হায়দরাবাদে ভয়ানক দুর্ঘটনা, দক্ষিণের ভাষার বোধগম্যতার অক্ষমতা, ধাবার পরিবেশে মানিয়ে নেয়া, গুরুদুয়ারার অচেনা পরিবেশে থাকা, একের পর এক পাংচার- নানান মিশ্র অভিজ্ঞতার শিকার হয়েছেন বাবর।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাইড চলাকালীন যারা অনুপ্রেরণা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
/এনএএস
Leave a reply