কক্সবাজার সমুদ্র সৈকতে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা দেখতে আসা উৎসুক পর্যটকদের সরাতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলে বিজিবি মোতায়েন করা হয়।
উৎসুক পর্যটকরা ঘূর্ণিঝড় মোখা দেখতে সৈকতে ভিড় করেছে, গণমাধ্যমে এমন খবর প্রচারিত হওয়ার পর বিজিবি মোতায়েন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
কক্সবাজারের সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে শনিবার সকাল থেকেই পর্যটকদের আনন্দ উল্লাস ও হইচই করতে দেখা যায়। অনেকজনই সাগরে গোসল করেছেন। যদিও মোখার প্রভাবে সৈকতে বিপদ সংকেত ‘লাল’ পতাকা টানানো ছিল। এমন অবস্থায় পর্যটকদের নিরাপদে থাকতে ও দ্রুত সমুদ্র থেকে উঠে যেতে মাইকিং করেন বিচ কর্মীরা।
একইসঙ্গে সমুদ্রে গোসলে নেমে কোনো পর্যটক যেন বিপদে না পড়ে, সেজন্য জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড বাহিনীর পক্ষ থেকে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।
/এমএন
Leave a reply