উপকূলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা সচল রাখতে বিটিআরসির নির্দেশনা

|

ফাইল ছবি।

গতিবেগ বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। শনিবার (১৩ মে) মধ্যরাতে মোখার অগ্রভাগের প্রভাব উপকূলে শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মোখায় সৃষ্ট এই পরিস্থিতিতে টেলিযোগাযোগ সেবা নির্বিঘ্ন রাখতে উপকূলীয় অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

উপকূলীয় এলাকায় প্রতিটি টেলিকম অপারেটরকে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা অটুট রাখতে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ (ব্যাটারি, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ইত্যাদি) ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

একই সঙ্গে দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে যাতে সব ধরনের টেলিযোগাযোগ সেবা অব্যাহত রাখা যায় এবং পরিস্থিতি যাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যায় সেজন্য প্রতিটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে তাদের প্রধান কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ চালু করার জন্য বলা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply