নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট অচলাবস্থা

|

নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অচলাবস্থা তৈরী হয়েছে। ফলে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক যানবাহন।

অপরদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অচলাবস্থার কারণে সকাল থেকে যানবাহন পারাপারে চাপ বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ২০টি ফেরি চলাচল করছে এই রুটে। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ যানবাহন।

এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রী চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোডে। তবে যাত্রী চাপ বেশি হলেও অগ্রাধিকার দেয়া হচ্ছে পশুবাহী ট্রাক ও জরুরি হালকা যানবাহনগুলোকে।

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। যাত্রী হয়রানি বন্ধে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা রয়েছেন নৌঘাটে।

যমুনা অনলাইন: কেআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply