ঘূর্ণিঝড় মোখায় ২ হাজার ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে সেন্টমার্টিনে ১২শ’ ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সোমবার (১৫ মে) দুপুরে সচিবালয়ে ঘূ্র্ণিঝড় মোখা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বলেন, ঘূর্ণিঝড়ে আংশিক বিধ্বস্ত হয়েছে ১০ হাজার ঘরবাড়ি। আক্রান্ত এলাকায় যোগাযোগ ও বিদুৎ ব্যবস্থা এখন সচল আছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে দুর্গতরা তাদের ঘরবাড়িতে চলে গেছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ডা. এনামুর রহমান আরও বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ঘরবাড়ি মেরামত করতে টিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হবে। এছাড়া কৃষিতে ক্ষতিগ্রস্তরা কৃষি মন্ত্রণালয় থেকে সহায়তা পাবেন। রাস্তাঘাট ও বিদ্যুৎ মেরামত করে দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।
/এমএন
Leave a reply